ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

আকাশ উৎসব বিজয়ীরা যাচ্ছেন মিশর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে


২৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৫০

দেশের একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবাদাতা প্রতিষ্ঠান আকাশ তিনজন নতুন গ্রাহককে মিশর, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে যুগল ভ্রমণের প্যাকেজ পুরস্কার প্রদান করেছে। আকাশ উৎসব কুইজ প্রতিযোগিতায় বিজয়ী এ গ্রাহকরা নির্ধারিত দেশে তিন রাত-চার দিন অবস্থান করতে পারবেন।

রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেক্সিমকো কমিউনিকেশন্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএস ফয়সাল হায়দার এবং হেড অব মার্কেটিং মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী। বিজয়ীদের মধ্যে মো. নাজমুল হাসান প্রথম পুরস্কার হিসেবে মিশর ভ্রমণের, হাফিজুর রহমান দ্বিতীয় পুরস্কার মালয়েশিয়া এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. শরীফ মুস্তফা তৃতীয় পুরস্কার থাইল্যান্ড ভ্রমণের প্যাকেজ গ্রহণ করেন।

অনুষ্ঠানে ডিএস ফয়সাল হায়দার বলেন, বিশ্বজুড়ে টিভি সংযোগের আধুনিকতম প্রযুক্তি ডিটিএইচ। দেশে মানুষের টিভি দেখার স্বাদ ও অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আনছে আকাশ ডিটিএইচ। গ্রাহকদের সঙ্গে সুনিবিড় ও পরিচ্ছন্ন সম্পর্ক স্থাপনে আগ্রহী আমরা।