ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

আবরারের নামে হল, খুনিদের নামে টয়লেট!


১৭ অক্টোবর ২০১৯ ০৫:৩৩

গুগল ম্যাপে বুয়েটের শেরেবাংলা হলের নাম পরিবর্তিত হয়ে দেখাচ্ছে শহীদ আবরার হল। যদিও বুয়েট প্রশাসন বা সরকারিভাবে এরকম কোনো উদ্যোগ নেওয়ার খবর পাওয়া যায়নি। বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকেই গুগল ম্যাপে এমনটা দেখা যাচ্ছে। এছাড়া হলের ভেতরের চারটি টয়লেটের নামকরণ করা হয়েছে আবরারের খুনিদের নামে।

প্রসঙ্গত, বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে রবিবার রাতে তাকে শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটান বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিনি মারা যান। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের মধ্যে এখন পর্যন্ত সকাল, অনিক, জিয়ন ও মেহেদী রিমান্ড শেষে জবানবন্দী দিয়েছেন।

নতুনসময়/আইকে