ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


মিজানুর রহমান আজহারী এর ইউটিউব চ্যানেল উদ্ধার: দ্বীনের প্রচারে নতুন উদ্যম


২৯ অক্টোবর ২০২৪ ০৯:১৯

ফাইল ফটো

গত ৮ অক্টোবর, জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেলটি হ্যাক হওয়ার পর সম্প্রতি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা হয়েছে এবং এটি আবার তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে।

হ্যাকিংয়ের পর, চ্যানেলটির পুনরুদ্ধারের জন্য ব্যাপক চেষ্টা চালানো হয়। এই প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চ্যানেলটির মাধ্যমে দ্বীন প্রচারের কাজে যাতে কোনো বাধা না আসে, সেই আশা ব্যক্ত করেছেন।

 

মিজানুর রহমান আজহারী জানান, "আলহামদুলিল্লাহ, আমাদের চ্যানেলটি এখন নিরাপদ। আমরা আমাদের দর্শকদের সঙ্গে আবার যুক্ত হতে পেরে আনন্দিত।" তিনি বলেন, "দ্বীন ও ইসলাম প্রচারের এই পথচলা যেন মসৃণ হয়, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।"

চ্যানেলটি ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এর পুনরুদ্ধারের মাধ্যমে তিনি আশাবাদী যে, আরও বেশি মানুষের কাছে ইসলামি শিক্ষার আলো পৌঁছাবে।