ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

সোশ্যাল মিডিয়ায় ট্রোল ইমরান খান


১ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫৬

পাকিস্তানের মসনদে বসেই বড় বড় কথা বলে বিশ্ব জুড়ে সাড়া ফেলেছেন ইমরান খান। মন্ত্রী ও আমলাদের ব্যয় কমানোর জন্য প্রথম শ্রেণির বিমানে উড়া নিষিদ্ধ করেন। সেই ঘোষণার কয়দিন কাটতে না কাটতেই নিজের ফাঁদেই পড়লেন ইমরান! সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নিজের বাড়িতে সরকারি হেলিকপ্টারে গিয়েছেন খান। এরপর থেকেই এখন হাঁসির খোঁড়াক হয়ে পড়েছেন।

প্রশ্ন ওঠেছে মন্ত্রী আমলাদের খরচ কমানোর নির্দেশ দিয়ে নিজে কেন বারবার হেলিকপ্টারে যাতায়াত করছেন। টুইটারে ইমরানের এ উড়ান চলছে ব্যাপক সমালোচনা।

এদিকে হেলিকপ্টারে চড়াকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনরা নানা যুক্তি দিয়ে বৈধতার চেষ্টা করছেন। তাদের মতে এতে রাস্তায় যানজট হয় না। জনগণের ভোগান্তি কম হয়।

এসএ