ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ইতালিতে বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত হয়ে হাসপাতালে


৮ আগস্ট ২০২৫ ১৭:৩৭

সংগৃহীত

ইতালিতে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান রতন সন্ত্রাসী হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি রোমের Tor Vergata হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন

 

ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রোমের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে কয়েকজন অজ্ঞাত সশস্ত্র হামলাকারী হঠাৎ প্রবেশ করে গুলি চালায়। এসময় রতনের শরীরের বিভিন্ন স্থানে তিনটি গুলি লাগে। তাকে দেখতে রাতেই আমরা হাসপাতালে গিয়েছিলাম।

 

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত Tor Vergata হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের সূত্র জানিয়েছে, তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং নিবিড় পরিচর্যা কক্ষে চিকিৎসা চলছে।

 

স্থানীয় পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

 

এই ঘটনায় ইতালি বিএনপির নেতৃবৃন্দ এবং রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

কামরুজ্জামান রতন দীর্ঘদিন ধরে ইতালির বিএনপি রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং অতীতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন কমিটিতে তার সাধারণ সম্পাদক পদপ্রার্থীতা স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনায় ছিল।