আইপিএল: পাথিরানাকে ১৮ কোটিতে কিনলো কলকাতা
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তাকে দলে পেতে নিলামের টেবিলে লড়াই করেছে লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতা।
গতবার ভারতীয় অলরাউন্ডার ভেংকটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে কিনে হইচই ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার সেই ভেংকটেশ বিক্রি হয়েছেন ৭ কোটি রুপিতে। তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এদিকে, রাহুল চাহার, মাহিশ থিকশানা, মুজিব উর রহমান অবিক্রিত রয়ে গেছে নিলামে। বিদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়ে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
এর আগে, ২০২৪ আইপিএলে মিশেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। তিনিই ছিলেন কেকেআরের সবচেয়ে দামী।
