ঢাকা মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২


হাদিকে হত্যাচেষ্টা: যেভাবে ভারতে পালালো ২ সন্দেহভাজন


১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:৩১

সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুজন সন্দেহভাজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে।

 

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এক বিশ্বস্ত সূত্র এ খবর নিশ্চিত করেছে যমুনা নিউজকে।

 

সূত্র জানিয়েছে, ওই দুই সন্দেহভাজন– ফয়সাল ও আলমগীর শুক্রবার (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। ঘটনার পরপরই তারা একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢোকে। ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পালটে ফেলে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তি তাদের মোটরসাইকেলযোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যান। তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেয়া হয়, পরে আরেকজন তাদের রিসিভ করে নিয়ে যান।

 

মোটরসাইকেলচালক কে ছিলেন, তা এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ। ইতোমধ্যে সেই সীমান্ত এলাকায় অবস্থান করা মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক।

 

হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।