ঢাকা সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫, ২রা পৌষ ১৪৩২


হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইন-শৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি


১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:২১

সংগৃহীত

মাঝেমধ্যে দুই একটা খুন-খারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

 

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইয়ুথ ভোটার অনুষ্ঠান উদ্বোধনের পর একথা বলেন তিনি। 

 

সিইসি প্রশ্ন রাখেন, আইন-শৃঙ্খলার অবনতি হলো কোথায়? আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, এ ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে আহসানউল্লাহ মাস্টারের সঙ্গেও এরকম হয়েছে। এ ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এটা নতুন কিছু না।

 

সব শঙ্কা দূর করে নির্বাচন হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন সিইসি।

 

তিনি আরও বলেন, প্রথমবারের মত একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট। এবার পোস্টাল ব্যালটও অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন। ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।