শার্শার কায়বা ও গোগা ইউনিয়নের ইছামতী নদী ও খালপাড় এলাকা পরিদর্শন

যশোরের শার্শা উপজেলার কায়বা ও গোগা ইউনিয়নের ইছামতী নদীর তীর, দাদখালী-রুদ্রপুর খাল এলাকা এবং আশেপাশের জনপদ আজ (তারিখ) পরিদর্শন করা হয়। এসময় স্থানীয় জনজীবন, কৃষি জমি, নদী ও খালপাড়ের পরিবেশ এবং চলমান সমস্যাগুলো সরেজমিনে দেখা হয়।
পরিদর্শনে দেখা যায়, ইছামতী নদীর কিছু অংশে ভাঙন দেখা দিয়েছে, যার ফলে নদীর তীরবর্তী বাড়িঘর ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে। দাদখালী-রুদ্রপুর খাল এলাকা জুড়ে পানি প্রবাহে শৈবাল ও পলি জমে নৌযান চলাচলে সমস্যা তৈরি করছে। স্থানীয় কৃষকরা জানান, খাল খনন ও নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন।
এসময় ইউএনও সাহেব স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজখবর নেওয়া হয় এবং সম্ভাব্য সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস প্রদান করা হয়।