ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


নবীনগরে রাতভর তারকাদের ঝলক, উন্মাদনায় ভাসলো হাজারো দর্শক


৮ আগস্ট ২০২৫ ০০:১৯

সংগৃহীত

ফ্যাসিবাদের বিরুদ্ধে ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলনের বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৭ আগস্ট বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এক অবিস্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে দেশের শীর্ষ তারকাদের উপস্থিতিতে সন্ধ্যা ৫টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান মাতিয়ে রাখে মধ্য রাত পর্যন্ত। হাজারো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রের রূপ নেয় অনুষ্ঠানস্থল, আর সেই উন্মাদনায় ঝড় তোলে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা, সাজল, সাথী খান ও সাফালি সারগম; তাঁদের প্রাণবন্ত গান ও ছন্দে মাতোয়ারা হয়ে ওঠে দর্শকরা। অন্যদিকে অভিনয় ও নাচে মঞ্চ দোলান জনপ্রিয় অভিনেত্রী শখ ও তাঁর ফ্লাই টিম, দর্শকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে চারদিকে। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় পারফর্মার দিপ্তি চৌধুরী, যাঁর উপস্থিতিও বাড়তি রঙ যোগ করে এই মহোৎসবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস। তিনি বলেন, এই বিজয় দিবস আমাদের গণতন্ত্রের জন্য লড়াইয়ের প্রতীক। আমরা যে একদিন ফ্যাসিবাদকে পরাজিত করেছিলাম, তা আজকের তরুণ প্রজন্মকে মনে করিয়ে দিতেই এই আয়োজন। সাংস্কৃতিক চেতনার মাধ্যমে আমরা আবারও প্রমাণ করলাম নবীনগরের মানুষ ন্যায়ের পক্ষে, অধিকার আদায়ের লড়াইয়ে সদা প্রস্তুত।

 

আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য আবু সায়েদ, মো. হযরত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, সাবেক মেয়র মাইন উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক মো. এমদাদুল বারী, পৌর যুবদলের আহবায়ক মো. আলী আজম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, রাজু খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদ, জিয়া মঞ্চের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক রুবেল আকরাম প্রমুখ।