নবীনগরে গর্জে উঠেছে কৃষকদল–কে.এম. মামুনুর অর রশিদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি বাজারে শনিবার (৯ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয় ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন। ইউনিয়ন কৃষকদলের আহবায়ক ফায়েজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে.এম. মামুনুর অর রশিদ।
এসময় তিনি বলেন, কৃষকদল শুধু কৃষকের অধিকার রক্ষার আন্দোলন নয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফেরানোর সংগ্রামের সামনের সারির শক্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে এবং দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে।
তিনি আরো বলেন, ৩১ দফায় রয়েছে— কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, সার-বীজ ও কৃষি উপকরণ সুলভে সরবরাহ, কৃষি ঋণপ্রাপ্তি সহজীকরণ, আধুনিক প্রযুক্তি সরবরাহ ও ন্যূনতম লাভ নিশ্চিতকরণসহ নানা দাবি। মাঠে থেকে এই কর্মসূচি বাস্তবায়নই এখন কৃষকদলের মূল লক্ষ্য। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মামুন আরও বলেন, নবীনগরের প্রতিটি ইউনিয়নে কৃষকদল এখন সক্রিয় ও গর্জে উঠেছে। ধারাবাহিকভাবে ইউনিয়নভিত্তিক দ্বি-বার্ষিক সম্মেলন চলছে এবং নেতাকর্মীরা নব উদ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করছে।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উদ্বোধক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ আল আমিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফুল মিয়া প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মোঃ পারভেজ আলম।