ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই ডিসেম্বর ২০২৫, ৫ই পৌষ ১৪৩২


কষ্টার্জিত জয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ


১৮ ডিসেম্বর ২০২৫ ১০:০৬

সংগৃহীত

তৃতীয় স্তরের দল তালাভেরাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কষ্টার্জিত এই জয়ে কোপা দেল রের শেষ ষোলোতে পা রাখলো গ্যালাক্টিকোরা।

 

খেলার ৪১ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। ডি-বক্সে তালাভেরা ফরোয়ার্ড মার্কোস মরেনোর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয় তালাভেরা ডিফেন্ডার ফারান্দোর আত্মঘাতী গোলে।

 

দ্বিতীয়ার্ধের অনেকটা সময় রিয়ালের আধিপত্য থাকলেও ম্যাচের ৮০ মিনিটে দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান তালাভেরার নাহুয়েল। তবে এর আট মিনিট পরেই ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে নিজের দ্বিতীয় গোলটি করে রিয়ালের জয় প্রায় নিশ্চিত করেন এমবাপ্পে।

 

ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে তালাভেরার গনসালো এক গোল দিয়ে রোমাঞ্চ জাগালেও শেষ পর্যন্ত রক্ষণ সামলে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আলোন্সোর শিষ্যরা।

 

আগামী শনিবার (২০ ডিসেম্বর) ঘরের মাঠে লা লিগায় সেভিয়ার মুখোমুখি হবে গ্যালাক্টিকোরা।