৩১ দফা হচ্ছে বাংলার মানুষের মুক্তির পথ-নবীনগরে কে.এম. মামুনুর অর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮আগস্ট) বিকালে সাতমোড়া ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে.এম. মামুনুর অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আজ কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত, সার-বীজের জন্য হাহাকার করছে। কৃষককে বাঁচাতে হলে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তনের রূপরেখা দিয়েছেন শহীদ জিয়ার আদর্শের উত্তরসূরি ও আগামী বাংলাদেশের রূপকার তারেক রহমান। তাঁর ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক পরিবর্তনের ঘোষণা নয়, এটি একটি জাতীয় মুক্তির রূপরেখা। কৃষক থেকে শুরু করে শ্রমিক, শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিপ্রত্যাশী—সবার জন্য স্বস্তি ও সম্ভাবনার বার্তা বহন করে এই ৩১ দফা।”
তিনি আরও বলেন, “দেশকে বাঁচাতে হলে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। কৃষকদলই এই আন্দোলনের অন্যতম শক্তি হবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম। সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাজী মো. জহিরুল হক (জরু মিয়া), সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম সাকলাইন মাস্টার, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি কাউছার, সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামীম রিপন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. রওশন আলম জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. পারভেজ আলম।