ঢাকা রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


দুই শিক্ষার্থী নিহত: কী থাকছে চার্জশিটে


৩ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৫৮

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় করা মামলায় ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট দিতে যাচ্ছে তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চলতি সপ্তাহে আদালতে চার্জশিট দেয়া হবে, এমনটাই জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।

এতে অভিযুক্ত হচ্ছেন ছয়জন। তারা হলেন জাবালে নূর পরিবহনের দুটি বাসের চালক মাসুম বিল্লাহ ও জোবায়ের সুমন, দুই সহকারী এনায়েত হোসেন ও কাজী আসাদ এবং এ দুটি বাসের মালিক শাহাদাত হোসেন ও জাহাঙ্গীর আলম। ছয় জনের মধ্যে চারজন কারাগারে আছেন। বাকি দুই জন পলাতক। তারা হলেন সহকারী কাজী আসাদ ও মালিক জাহাঙ্গীর আলম।

গত ৩০ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিলের জন্য ৫ সেপ্টেম্বর দিন ধার্য করে দেন আদালত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল বাতেন বলেন, ‘চলতি সপ্তাহে আদালতে চার্জশিট দাখিল করা হবে। আসামি করা হচ্ছে ছয়জনকে।’

প্রসঙ্গত, গত ২৯ জুলাই জাবালে নূরের দুটি বাসের পাল্লাপাল্লিতে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজিব নিহত হন। আহত হন আরও ৮-১০ জন শিক্ষার্থী।

এসএ