নবীনগরে সম্মেলন মাতালেন মামুন, মনোনয়ন দাবিতে সরব নেতাকর্মীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৬ আগস্ট) বিকেলে পালবাড়ি বাজারে অনুষ্ঠিত হয়। শত শত নেতাকর্মী ও সমর্থকের ঢল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সম্মেলন প্রাঙ্গণ।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে.এম মামুন অর রশিদ। তিনি বক্তৃতার শুরুতেই স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।
মামুন বলেন,বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তাঁর দেখানো পথেই বিএনপি এগিয়ে চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র রক্ষায় লড়েছেন। আর বর্তমান রাজনৈতিক সংগ্রামে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন জনগণের আশার আলো।
বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পরাজিত হয়ে শেখ হাসিনা পলাতক। তবুও এনসিপিসহ কয়েকটি দল ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু দেশের জনগণ আর কাউকে ভোট ডাকাতির সুযোগ দেবে না। সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে গিয়ে মামুন অর রশিদ বলেন, “আমি প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সক্রিয়ভাবে কাজ করছি। জনগণের পাশে থেকে ভাগ্য উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য। ইনশাআল্লাহ, সুযোগ পেলে নবীনগরের মানুষের আস্থার প্রতিদান অবশ্যই দেবো।”
সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা একক কণ্ঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানান, আগামী নির্বাচনে কে.এম মামুন অর রশিদকেই মনোনয়ন দিতে হবে। তাদের মতে, মামুন অর রশিদের জনপ্রিয়তার তুলনা নেই। তিনি মাঠে মানুষের সঙ্গে আছেন, জনগণের আস্থা অর্জন করেছেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. নরু মিয়া। পরে মো. নরু মিয়াকে সভাপতি এবং মো. নজরুল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. রিপন মুন্সী প্রমুখ।
শেষে পুরো সম্মেলন প্রাঙ্গণ কেঁপে ওঠে একাধিক স্লোগানে মামুন ছাড়া বিকল্প নেই, জিয়া আছে সারা বাংলায়, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, পলাতক শেখ হাসিনা নিপাত যাক।