ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


বেনাপোল পাটবাড়ী আশ্রমে শুভ জন্মাষ্টমী উদযাপন


১৬ আগস্ট ২০২৫ ১৪:৪৩

সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পাটবাড়ী আশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের মহাধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল ঐক্য পর্ষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

আলোচনা সভায় যোগদান করেন শার্শা উপজেলার বিশিষ্ট আলেমেদ্বীন ও শিক্ষাবিদ হযরত মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা থানা আমির, মোঃ রেজাউল ইসলাম এবং বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন।

 

বক্তারা জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে বলেন, এই উৎসব মানবকল্যাণ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার। এ সময় আলহাজ্ব নুরুজ্জামান লিটন তার বক্তব্যে বলেন—

“সনির্ভর বাংলাদেশ গড়তে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে।”

 

অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ একত্রিত হয়ে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।