নবীনগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দড়াভাঙ্গা এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ও বালুবোঝাই বুলড্রেজারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর উদ্ধার হলো আশরাফ উদ্দিন (৪৪) নামের এক যাত্রীর লাশ। নিহত আশরাফ উদ্দিন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মহজমপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট বিকেলে সোনারগাঁও থেকে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের গণিশাহ মাজারে ওরশে অংশ নিতে রওনা হয়। যাত্রাপথে সন্ধ্যা ৭টার দিকে দড়াভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি বুলড্রেজার ট্রলারটিকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই ট্রলারটি ডুবে যায়। এ সময় বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও আশরাফ উদ্দিন নিখোঁজ হন।
নিখোঁজের ঘটনায় সলিমগঞ্জ ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। কিন্তু দীর্ঘ সময় চেষ্টার পরও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার জয়নগর এলাকায় নদীতে তাঁর লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সলিমগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদ জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, মেঘনা নদীতে বালুবোঝাই বুলড্রেজার ও নৌযান চলাচলে তদারকি না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা প্রশাসনের কাছে নদীতে অবৈধ বালু উত্তোলন ও অনিয়ন্ত্রিত নৌযান চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।