ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


চার আসনে আ.লীগের বিকল্প প্রার্থী


২৯ নভেম্বর ২০১৮ ২২:৪১

ফাইল ফটো

শেষ সময়ে এসে বরিশাল-২, চাঁদপুর-২, চাঁদপুর-৪ ও ঢাকা-১৭ আসনে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার বিকল্প প্রার্থী দেয় দলটি।

গণভবন সূত্রে জানা গেছে, বরিশাল ২-এ বর্তমান এমপি তালুকদার মো. ইউনুসের বিকল্প মনোনয়ন দেওয়া হয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলমকে। চাঁদপুর-৪ আসনে দলীয় মনোনয়ন পান জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিকুর রহমান। প্রথমে দলীয় মনোনয়ন দেওয়া হয় বর্তমান এমপি শামসুল হক ভূইয়াকে। মোফাজ্জল হোসেন চৌধুরীর চাঁদপুর-২ আসনে নুরুল আমিন রুহুলকেও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ঢাকা-১৭ আসনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খানকে মনোনয়ন দেওয়া হয়। এ আসনে প্রথমে চিত্রনায়ক ফারুককে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এই চার আসনে আওয়ামী লীগের আটজনই মনোনয়ন জমা দিয়েছেন। এসব আসনে দলটির চূড়ান্ত প্রার্র্থী কে হবেন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তা জানা যাবে।

আরকেএইচ