ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


মনোনয়নপত্র জমা দিলেন জাপার সুজা


২৯ নভেম্বর ২০১৮ ০৮:১৪

মাগুরা-১ আসনে লাঙ্গলের পক্ষে ভোটে লড়তে মনোনয়নপত্র জমা দিলেন জেলা জাতীয় পার্টি আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হাসান সিরাজ সুজা। বুধবার (২৮ নভেম্বর) বিকেলে তিনি দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে এ মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জাপা নেতৃবৃন্দ। হাসান সিরাজ সুজা জানান- নির্বাচনের গতি প্রকৃতি বুঝে পরবর্তীতে জোট কিংবা একক ভাবে ভোট করার সিদ্ধান্ত হবে। সে হিসেবে কেন্দ্রের নির্দেশে মনোনয়নপত্র জমা দিলাম। পরবর্তীতে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।