মাগুরায় ১৪ জনের মনোনয়নপত্র জমা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসন থেকে বুধবার আওয়ামীলীগ ও বিএনপিসহ ১৪ প্রার্থী জেলা রিটার্নিং অফিসার মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবরের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মাগুরা-১ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন এবং মাগুরা-২ আসন থেকে জমা দিয়েছেন ৪ জন।
মনোনয়ন জমাদানকারিরা হচ্ছেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর(মাগুরা-১), আওয়ামীলীগের অপর দলীয় প্রার্থী এ্যাডভোকেট বীরেন শিকদার (মাগুরা-২), জাতীয় পার্টির দলীয় প্রার্থী জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা (মাগুরা-১),বিএনপি’র দলীয় প্রার্থী মনোয়ার হোসেন খান (মাগুরা-১), বিএনপি’র অপর দলীয় প্রার্থী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (মাগুরা-২), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব) প্রার্থী এম এ আউয়াল (মাগুরা-১),গণফোরামের ডাক্তার মিজানুর রহমান (মাগুরা-১), ইসলামী আন্দোলনের নাজিরুল ইসলাম (মাগুরা-১), মোস্তফা কামাল (মাগুরা-২), এনপিপি’র কাজী তৌহিদুল আলম (মাগুরা-১), বাংলাদেশ কংগ্রেসের এ্যাডভোকেট কাজী রেজাউল ইসলাম (মাগুরা-১), বিএনপি’র বিকল্প প্রার্থী খোন্দকার মেহেদী আল মাসুদ (মাগুরা-২), স্বতন্ত্র প্রার্থী হিসাবে শ্রীপুর উপজেলা সাবেক যুবলীগ নেতা ও শ্রীপুর উপজেলা শ্রীখোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন কুটি (মাগুরা-১) ও বিএনএফে’র মোতাসিম বিল্লাহ রিফাত (মাগুরা-১)।
সকালে জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডসহ দলীয় নেতাদের সাথে নিয়ে মাগুরা-১ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ্যাডভোকেট বীরেন শিকদার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। বিকাল ৪টার দিকে জেলা জাতীয় পার্টির আহবায়ক হাসান সিরাজ সুজাসহ দলীয় নেতৃবৃন্দ মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে মাগুরা-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী মানোয়ার হোসেন খানের পক্ষে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আকতার হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ মনোনয়নপত্র জমা দেন। পরবর্তিতে অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
এমএ