ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


নৌকা প্রতীক পেল তরিকতের দুই প্রার্থী


২৮ নভেম্বর ২০১৮ ০৩:৪৯

নৌকা প্রতী‌কে ১৪ দ‌লের ম‌নোনয়নপত্র নি‌লেন ত‌রিকত ফেডা‌রেশ‌নের সৈয়দ ন‌জিবুল বাশার মাইজভান্ডারী ও সদস্য আনোয়ার খান।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বি‌কে‌লে রাজধানীর আওয়ামী লীগ সভা‌নেত্রী শেখ হা‌সিনার রাজ‌নৈ‌তিক কার্যালয় থে‌কে দ‌লের উপ দপ্তর সম্পাদক ব্যা‌রিস্টার বিপ্লব বড়ুয়ার কাছ থে‌কে আওয়ামী লীগ সভা‌নেত্রী শেখ হা‌সিনা স্বাক্ষ‌রিত ম‌নোনয়ন নি‌য়ে‌ছেন তারা।

আওয়ামী লীগ কার্যালয় থে‌কে বের হ‌য়ে ত‌রিকত ফেডা‌রেশ‌নের যুগ্ম মহাস‌চিব সৈয়দ তৈয়বুল বাশার মাইজমান্ডারী ব‌লেন, ১৪ দ‌লে জোটসঙ্গী হি‌সে‌বে আমা‌দের দল ত‌রিকত ফেডা‌রেশন দুই‌টি আস‌নের নৌকা প্র‌তীক নি‌য়ে ম‌নোনয়নপত্র পে‌য়ে‌ছি। চট্টগ্রাম ২ এ আমার বাবা সৈয়দ ন‌জিবুল বাশার মাইজভান্ডারী ও ল‌ক্ষীপুর ১ আস‌নে ত‌রিকত ফেডা‌রেশ‌নের সদস্য আ‌নোয়ার হো‌সেন খানকে ম‌নোনয়ন পত্র দেয়া হ‌য়ে‌ছে।

এসময় আ‌নোয়ার খান ব‌লেন, ল‌ক্ষীপুর ১ আস‌ন থে‌কে ত‌রিকত ফেডা‌রেশ‌নের প্রার্থী হ‌য়ে নৌকা প্রতীক পে‌য়ে‌ছি। আশা ক‌রি নির্বা‌চিত হ‌য়ে মানু‌ষের কল্যা‌ণে কাজ কর‌তে পার‌বো।

এমএ