নৌকা প্রতীকে মনোনয়ন পেলেন আনোয়ার খান

নৌকা প্রতীকে ১৪ দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খান। তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে লড়বেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছ থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়নপত্র গ্রহণ করেন আনোয়ার খান। এসময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে আনোয়ার খান বলেন, লক্ষ্মীপুর-১ আসন থেকে তরিকত ফেডারেশনের প্রার্থী হয়ে নৌকা প্রতীক পেয়েছি। আশা করি নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারবো।
নির্বাচিত হলে এলাকার জন্য কেমন কাজ করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত হলে আমার এলাকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি সাধনের লক্ষ্যে কাজ করে যাবো। এছাড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, বিভিন্ন কলকারখানা সৃষ্টির পরিবেশ বৃদ্ধির মাধ্যমে বেকার সমস্যা সমাধানে কাজ করে যাবো।
এমএ