তাদের হাতে ধানের শীষ!

এক সময় বিএনপির বিরুদ্ধে কঠোর সমালোচনায় মুখর থাকতেন যেসব আওয়ামী লীগ নেতা, তাদের হাতেই ধানের শীষ তুলে দিয়েছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন এসব নৌকার মাঝি। সোমবার আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বিএনপির দলীয় মনোনয়নপত্র তুলে দেওয়া হয়েছে।
তারা হলেন, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মহসীন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
সাবেক এই আওয়ামী লীগারদের মধ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ গণফোরামের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে পাবনা-১ আসন থেকে লড়বেন। একই ব্যানার একই প্রতীক নিয়ে লড়বেন সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়াও। তিনি হবিগঞ্জ-১ আসনে প্রার্থী। দলীয় মনোনয়ন ঘোষনার দিন চমক দেখিয়েছে বিএনপি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি যোগদান করেই বিএনপির মনোনয়ন পেয়েছেন।
এ ছাড়া ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসনে ধানের শীষ নিয়ে লড়বেন। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডাকসুর ভিপি হিসেবেও এই ছাত্রনেতা দায়িত্ব পালন করেছেন। ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচন করবেন তিনি। ১৯৮৬ সালে আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হন মোস্তফা মহসীন মন্টু। এক সময় যুবলীগের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন তিনি। পরে ড. কামাল হোসেনের সঙ্গে আওয়ামী লীগ ছেড়ে গণফোরাম গঠন করেন। ধানের শীষ প্রতীকে এবার ঢাকার যে কোনো একটি আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি।
আরকেএইচ