বিএনপিতে যোগ দিয়ে যা বললেন রনি

আওয়ামী লীগের আলোচিত-সমালোচিত সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি যোগ দিয়েছেন বিএনপিতে। সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে হাত রেখে বিএনপিতে যোগ দেন রনি।
ভোটের আগে রনির বিএনপিতে যোগ দেয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। পটুয়াখালী-৩ আসন থেকে রনি নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের এমপি ছিলেন। সেখান থেকে এবার ধানের শীষ নিয়ে লড়তে পারেন তিনি।
বিএনপিতে যোগ দিয়ে আওয়ামী লীগের সাবেক এই সাংসদ বলেন, ‘আমি কোনো মোহে পড়ে এখানে আসিনি; মৃত্যু পর্যন্ত এখানে থাকবো, কাজ করবো।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রনি বলেন, ‘সজ্ঞানে সশরীরে আমি বিএনপিতে যোগদান করলাম। আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে সারাদেশের মানুষের সেবা করবো।’
রনি বলেন, ‘দেশের বর্তমান যে অবস্থা, এখানে শুধু নমিনেশন জড়িত নয়। আমি জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে এসেছি, এখানে যে আমার স্বপ্ন নেই, তা ডাহা মিথ্যা কথা হবে। প্রতিটি মানুষের স্বপ্ন থাকে।’
রনি আরও বলেন, ‘মনোনয়ন না পেলে যে বিএনপি ত্যাগ করবো, তা কখনোই না। আমি আমৃত্যু বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকবো।’
এসময় মির্জা ফখরুল বলেন, ‘গোলাম মাওলা রনির যোগদানের বিষয়ে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে। তিনি খুশি। জাতির এই ক্রান্তিকালে তার মতো একজন মানুষ আমাদের দলে যোগ দেয়ায় আমরা খুশি।’
রনিকে মনোনয়ন দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এ বিষয়ে এখন নয়, পরে আপনারা জানবেন।’
নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে রনিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এবারের নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। তবে সেই আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের ভাগিনা এস এম শাহজাদা সাজু।
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে সোমবার সকালে গোলাম মওলা রনি ফেসবুক স্ট্যাটাসে লিখেন: ‘আমি আওয়ামী লীগের মনোনয়ন পাইনি এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমার এক কট্টর সমর্থক হার্ট অ্যাটাক করে মারা যায়, যা আমাকে নিদারুণভাবে আহত করেছে। আমার নির্বাচনী এলাকার হাজার হাজার নারী-পুরুষের কান্নায় গলাচিপা দশমিনার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামবো। দেখা হবে সবার সঙ্গে এবং দেখা হবে বিজয়ে।’