ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


কারাগারে খালেদার মনোনয়ন


২৭ নভেম্বর ২০১৮ ০৪:২৪

ফাইল ছবি

মনোনয়নপত্রে স্বাক্ষরের জন্য কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে মনোনয়ন পত্র পাঠানো হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) সকালে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পত্র দুটি পাঠানো হয়। খালেদা জিয়ার জন্য এবার ফেনী ও বগুড়ার দুটি আসনে মনোনয়ন পত্র কেনা হয়েছে।

কারাবিধি অনুযায়ী, কোনো কারাবন্দী যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে তাঁর কাছে কারা কর্তৃপক্ষের মাধ্যমে মনোনয়ন পত্র পাঠাতে হয়। বন্দীর স্বাক্ষর শেষে যাচাই বাছাই করে আবার সেই মনোনয়ন পত্র ফেরত দেয় কারা কর্তৃপক্ষ।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি  এতিমখানা দুর্নীতি মামলায় বেগম জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। ওই দিনই পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরানো ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। এরপর থেকে গত নয় মাস ধরে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন। একই মামলায় বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়াসহ পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

এমএ