ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


‘মাশরাফিকে নড়াইলবাসী গ্রহণ করেনি, আমিই জিতব’


২৭ নভেম্বর ২০১৮ ০০:০৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ড. ফরিদুজ্জামান ফরহাদ। ফাইল ফটো

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে লড়তে ধানের শীষের মনোনয়ন পাচ্ছেন ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির (একাংশ) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

সোমবার (২৬ নভেম্বর) সকালে ড. ফরিদুজ্জমান ফরহাদ বলেন, আমি ধানের শীষ প্রতীকে নড়াই-২ আসনে নির্বাচন করব। বিএনপি অফিসে সোমবার বেলা ১২টায় গুলশান কার্যালয় থেকে আমাকে মনোনয়নের চিঠি নিতে বলা হয়েছে।

তিনি বলেন, মাশরাফিকে নড়াইলবাসী গ্রহণ করেনি, নির্বাচন ফেয়ার হলে নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থীই জিতবে।

২০০৮ সালের নির্বাচনে এনপিপির দলীয় প্রতীক ‘আম’ নিয়ে ভোট করে জামানত হারিয়েছিলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এরপর ২০১২ সালে প্রয়াত শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বে এনপিপিতে যোগ দেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে। তাকেই বিএনপি বেছে নিয়েছে মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে লড়াই করার জন্য।