নান্দাইলে নৌকার হাল ধরলেন তুহিন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন এবার ভোটযুদ্ধে নেমেছেন। গত দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৪ইং সনের ৫ই জানুয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
সংসদ সদস্যের দায়িত্ব লাভ করার পর থেকেই নান্দাইলের প্রতিটি স্তরে ভাসিয়েছেন উন্নয়নের নৌকা। সেই সাথে উপজেলার প্রতিটি ইউনিয়নের সর্বস্তরের সাধারন মানুষের মধ্যে জনসম্পৃক্তায় হয়ে উঠেছেন জনপ্রিয়। সংসদীয় কার্যক্রমের পরেই ছুটে এসেছেন নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে। জাহাঙ্গীরপুর ইউনিয়নের নিজ বাড়ী ও নান্দাইল পৌর বাসভবনে প্রতিদিনই সাধারণ মানুষের অভিযোগ, আবদার ও বিভিন্ন সমস্যার সমাধানে হয়ে উঠেছেন একজন জনবান্ধব এমপি। বাংলাদেশ আওয়ামীলীগ উন্নয়ন ও জনপ্রিয় এবং জনবান্ধব এমপি হিসাবে পুনরায় তাঁর হাতে তুলে দেন নৌকা প্রতীক।
রোববার (২৫ নভেম্বর) দলীয় মনোনয়ন পত্র হাতে পাওয়ার পর নান্দাইলবাসীর কাছে দোয়া চেয়েছেন। এ বিষয়ে সংসদ সদস্য মো.আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন বলেন, নান্দাইলের উন্নয়ন ও সাধারণ মানুষের দোয়ায় আমি নৌকার মনোনয়ন প্রাপ্ত হয়েছি। আমার বিশ্বাস, উন্নয়ন অব্যাহত রাখতে নান্দাইলবাসী জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করবেন।
এমএ