ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


‘কেনা-বেচার চিন্তা থাকলে মাথা থেকে নামিয়ে রাখুন’


২০ নভেম্বর ২০১৮ ০০:১৭

ভিডিও কনফারেন্সিংয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে দলের সিনিয়র নেতাদের ধমকালেন তারেক জিয়া। বললেন, ‘কথা কম বলেন, আপনারা কে কি করেন সব জানি। আপনাদের কিনতে কোটি টাকাও খরচ করতে হয় না।’

সোমবার (১৯ নভেম্বর) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই গঠন ঘটে।

সোমবার ছিল মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের দ্বিতীয় দিন। সকালে সাক্ষাৎকার শুরুর আগে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গ কথা বলেন তারেক রহমান। এ সময় দলের মহাসচিব বলেন, ‘সাক্ষাৎকারের সুবিধার্থে আমরা প্রশ্ন করি, আপনি শোনেন, তারপর কিছু বলার থাকলে বলবেন।’

তারেক জিয়া হেসে বলেন, কেন মনোনয়ন প্রত্যাশীদের দেখাতে চান আপনাদের অনেক ক্ষমতা?’ এরপর তিনি বলেন, ‘আপনাদের দিয়েই যদি হতো তাহলে এই সাত সকালে (লন্ডন সময় তখন ভোর পাঁচটা) আমি থাকতাম না। কেনা-বেচার চিন্তা থাকলে মাথা থেকে নামিয়ে রাখুন।

এ ঘটনার পর থেকে বিএনপির ঢাকায় উপস্থিত নেতারা আনুষ্ঠানিক প্রশ্ন ছাড়া একদম নীরব ছিলেন।

এমএ