বৈঠকে বি. চৌধুরী-শ্রিংলা

যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সোমবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে হর্ষ বর্ধন শ্রিংলা বি. চৌধুরীর বারিধারার বাসভবন মায়া-বি’তে পৌঁছান।
বৈঠকে বি. চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী রয়েছেন।
অন্যদিকে হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে আছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল।
জানা যায়, বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হবে। পরে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারা।