নবীনগর সলিমগঞ্জ ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে শুক্রবার বিকেলে সলিমগঞ্জ বাজারে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন সলিমগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. নবী সিকদার (সুমন)। সঞ্চালনায় ছিলেন সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. বিল্লাল হোসেন শিপন মেম্বার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কে এম মামুনুর রশিদ।
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত উল্লাহ খোকন। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মো. আশরাফ উদ্দিন আহামেদ রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. আল আমিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন (বাবুল), পৌর কৃষক দলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি ও বড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন (সেকিল), উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি মো. গোলাম রব্বানী নয়ন, নবীনগর উপজেলা বিএনপির সদস্য ও বড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাছির মিয়া, সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান (ভূইয়া) এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার।