ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


সংসদ ভেঙে নির্বাচনের দাবি: যুক্তফ্রন্ট


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৮

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের দুদিন পর যুক্তফ্রন্ট নেতারা প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছেন, জোটের নেতাদের সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অশোভনীয় মন্তব্য করেছেন।

কিছু হলে উত্তর পাড়ার দিকে তাকিয়ে বসে থাকে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের প্রেক্ষিতে যুক্তফ্রন্ট নেতারা এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে ফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী যুক্তফ্রন্ট ও গণফোরামের ঐক্য যে অংশে ইতিবাচক মন্তব্য করেছেন তার জন্য আমরা অভিনন্দন জানাই। তবে জোট নেতাদের সম্পর্কে ব্যক্তিগত মন্তব্য অশোভনীয় ছিল।

তবে এই মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না বলে জানান বি চৌধুরী।

তিনি আরো বলেন, “যুক্তফ্রন্ট নেতারা মনে করে, সকল গণতান্ত্রিক শক্তির মধ্যে বৃহত্তর ঐক্য সৃষ্টির লক্ষ্যে এই প্রচেষ্টাকে সহযোগীতা করবেন।

বিবৃতিতে বি চৌধুরী জাতীয় নির্বাচনের সময় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সংসদ ভেঙে দেওয়ার দাবি জানান।

এসএমএন