ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


নয়াপল্টনে পুলিশের সতর্ক অবস্থান


১২ নভেম্বর ২০২৩ ১২:০৩

ছবি সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশে চলছে বিএনপি-জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের চতুর্থ ধাপের অবরোধ কর্মসূচি। রবিবার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী পালিত হবে।

টানা কয়েক দফার অবরোধে রাজধানীর বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এদিকে, নয়াপল্টনের সামনের রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও সেটি স্বাভাবিকের তুলনায় কম। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রিকশা, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেটকার চলাচল করছে। তবে কোনো গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি।

এ ছাড়া নেতাকর্মীদের কোনো ধরনের মিছিল বা রাস্তা অবরোধের ঘটনা দেখা যায়নি। পাশাপাশি বিএনপি কার্যালয়ের মূল গেটে তালা ঝুলতে দেখা গেছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো কঠোর কর্মসূচিতে যায়। ওই ঘটনার পরদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি।