বিকেলে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ

ঢাকায় পুলিশ, সাংবাদিকদের ওপর হামলা ও প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের প্রতিবাদে আজ সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবে জোটটি। সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু।
আওয়ামী লীগ সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে ১৪ দলের জাতীয় নেতা, মন্ত্রিসভার সদস্য ও জাতীয় সংসদের সদস্যরা বক্তব্য রাখবেন।
অপরদিকে সোমবার আওয়ামী লীগ নেতাদের নিয়ে যৌথসভা করবেন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি মেয়র, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ দলের সংসদ সদস্য ও সভাপতি-সাধারণ সম্পাদক ও সকল সহযোগী সংগঠনের সচিবরা।
সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
রবিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।