কাকরাইলের রণক্ষেত্রে বিজিবি মোতায়েন

কাকরাইলে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয়েছে বিজিবি।
পুলিশ টিয়ারসেল ছুঁড়তে ছুঁড়তে রাজমনি মোড়ের দিকে এগুচ্ছে।
বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে টার্গেট করে ইটপাটকেল নিক্ষেপ করছে। টানা রাবার বুলেট, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ছে পুলিশ।
দুপুর একটা পর থেকে এই সংঘর্ষ শুরু হয় যা এখনো চলছে। সংঘর্ষে দুস্কৃতিকারীরা কাকরাইল বিচারপতি বাসভবনের সামনের মোড়ে পুলিশ বক্সেও আগুন দিয়েছে।
নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে এসেছে।
এক পর্যায়ে কাকরাইলের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি।