ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


কাকরাইলে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর


২৮ অক্টোবর ২০২৩ ১৩:২১

ছবি সংগৃহীত
রাজধানীর কাকরাইলে বিচারপতির বাসভবনের সামনে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা একটি বাস ও বেশ কয়েকটি পিকআপ ভাঙচুর করেছেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তারা কোন দলের তা নিশ্চিত করেনি পুলিশ।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়।
 
দুই পক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
 
বাস ভাঙচুরের ঘটনায় আহত মো. নাসির (৩০) জানিয়েছেন, তার বাসা মহাখালী টিঅ্যান্ডটি করাইল এলাকায়। বাসের যাত্রী ছিলেন তিনি।
 
তার দাবি, তিনি ইন্টারনেটের কিছু সরঞ্জাম কিনতে বের হয়েছিলেন। বাসে তাকে মারধর করা হয়েছে।
 
অপরদিকে আহত মো. সুজন মিয়াকে (২৫) ঢামেকে নিয়ে আসা তার বন্ধু সোহেল জানান, তিনি বায়তুল মোকাররম এলাকায় যাচ্ছিলেন। তিনি প্রথমে জানিয়েছেন গাড়ির গ্লাসে আহত হয়েছেন। পরে বললেন, হাইকোর্টের সামনের রাস্তায় কয়েকজন তাকে পথরোধ করে মারধর ও ছুরিকাঘাত করে।
 
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত দুজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
 
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, কাকরাইলে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে গাড়িগুলো সরিয়ে নিয়েছি।