জামায়াতের প্রচার সম্পাদক মতিউর গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোরশেদ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার জানিয়েছেন, মতিউর রহমান আকন্দের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ২৪ অক্টোবর রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার এমআরআই করেছেন। আজ (বুধবার) হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় তার বাসায় পুলিশ আসে।
পুলিশ তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।
২৮ অক্টোবর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়েত। তারপর থেকেই দলের নেতারা প্রশাসনের বিশেষ নজরদারিতে ছিল বলে জানা যায়।
সমাবেশের জন্য জামায়াত ডিএমপির কাছে সহযোগিতা চেয়ে যে আবেদন করেছে তা নাকচ করে দিয়েছে প্রশাসন। এর পরই গণমাধ্যমে বার্তা পাঠায় দলটি। বার্তায় জামায়াত জানায়, ‘জামায়াতে ইসলামী সাংবিধানিক অধিকার অনুযায়ী আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশ বাস্তবায়নে সহায়তা চেয়ে পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানিয়েছে। পুলিশের দায়িত্ব হলো শান্তিপূর্ণ সভা-সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা, বাধা দেওয়া নয়।’