জনসভায় বাধা না দেয়াটা সরকারের নতুন চক্রান্ত: মির্জা ফখরুল

এবার আর কোনো ফাঁদে পা দেবে না বিএনপি; দলীয় সরকারে অধীনে কোনো নির্বাচনে যাবে না। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক জনসভায় বাধা না দেয়াটাও সরকারের আরেকটা নতুন চক্রান্ত বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (১৯ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত নিরপেক্ষ সরকার ইস্যুতে আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল দাবি করে বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
মহাসচিব অভিযোগ করেন, বিএনপি নেতা কর্মীদের এমনভাবে হত্যা করা হচ্ছে, যেন তারা মানুষ না, এদেশের নাগরিক না। শুধুমাত্র তাদের বিএনপি পরিচয়ের কারণেই হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল আরও বলেন, মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে আওয়ামী লীগ একেবারেই গণতন্ত্রে বিশ্বাস করে না।
আইকে