ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক দুর্নীতি হচ্ছে : জিএম কাদের


৩ মার্চ ২০২৩ ০৫:৪৩

বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে লালমনিরহাটে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, সব স্থানেই নানা অসঙ্গতি। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। তাহলে দেশের ভবিষ্যৎ খারাপের দিকে যাবে।

সরকারের উচিত এসব নিয়ন্ত্রণে আনা বলে এ সময় মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রমজানে বিদ্যুৎসহ সব পণ্যের দাম বেড়েছে। কিন্তু জাতীয় পার্টির আমলে রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি। বরং কমানো হয়েছিল।

আইকে