ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


‘বিডিআর বিদ্রোহের পেছনে কারা ছিল মানুষ জানতে চায়’


২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০২:২১

বিডিআর বিদ্রোহের পেছনে কারা ছিল সাধারণ মানুষ জানতে চায় বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের চেয়ারম্যান রেজা কিবরিয়া।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রেজা কিবরিয়া বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহ ও এর বিচার প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন আছে। সেগুলো দূর করতে একটি সুষ্ঠু তদন্ত দরকার।

এ সময় একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল দোষীদের বিচারের আওতায় আনা সম্ভব বলেও জানান গণঅধিকার পরিষদের চেয়ারম্যান।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও ফারুক হাসানসহ আরও অনেকে।

আইকে