‘বিডিআর বিদ্রোহের পেছনে কারা ছিল মানুষ জানতে চায়’

বিডিআর বিদ্রোহের পেছনে কারা ছিল সাধারণ মানুষ জানতে চায় বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের চেয়ারম্যান রেজা কিবরিয়া।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রেজা কিবরিয়া বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহ ও এর বিচার প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন আছে। সেগুলো দূর করতে একটি সুষ্ঠু তদন্ত দরকার।
এ সময় একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল দোষীদের বিচারের আওতায় আনা সম্ভব বলেও জানান গণঅধিকার পরিষদের চেয়ারম্যান।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও ফারুক হাসানসহ আরও অনেকে।
আইকে