ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার : ওবায়দুল কাদের


২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৪০

‘বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

‘বিএনপি মানুষ পুড়িয়ে মেরেছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস কী, তা বিএনপির চেয়ে কেউ বেশি জানে না। তারা শহীদ মিনারে প্রথমে রক্ত ঝরিয়েছে, তারাই আবার সন্ত্রাসের কথা বলে।

বিএপির মুখে সন্ত্রাসের বুলি ভূতের মুখে রাম নাম বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু প্রমুখ।

আইকে