আজ রাজধানীর দুই স্থান থেকে পদযাত্রা করবে বিএনপি

সরকারের পদত্যাগসহ ১০ দফা এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে আজ শুক্রবার রাজধানীর দুই স্থান থেকে পদযাত্রা করবে বিএনপি। একটি হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়, অন্যটি উত্তর সিটি কর্পোরেশনে।
বেলা আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে মতিঝিল গোপীবাগ প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। এখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন।
একই সময়ে ঢাকা মহানগর উত্তরের আয়োজনে উত্তরা জসিম উদ্দিন রোড মোড় থেকে পদযাত্রা শুরু হবে। সেখানে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
আইকে