ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক : কাদের


২৪ জানুয়ারী ২০২৩ ২৩:২৫

অনেকেই স্বাধীনতার ঘোষক বলে দাবি করলেও বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বকশীবাজার নবকুমার ইনস্টিটিউটশন ও ডক্টর শহীদুল্লাহ্ কলেজ প্রাঙ্গণে শহীদ মতিউর রহমান মল্লিক স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতার পথে চূড়ান্ত মাইলফলক। বিএনপি ৭ মার্চ, ৭ জুন, ১৪ এপ্রিল, ১০ জানুয়ারি, ২৪ জানুয়ারি মানে না, পালন করে না। তারা ইতিহাস ভুলে গেছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে ৩০০ কেন্দ্রেই ইভিএম চায় আওয়ামী লীগ। তবে নির্বাচন কমিশনের সক্ষমতা যা আছে তারা তাই দেবে।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, শাজাহান খান, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দীনসহ অন্যান্যরা।

আইকে