বিএনপি হাঁকডাক করছে : তথ্যমন্ত্রী

সরকারের বিরুদ্ধে বিএনপির সমসাময়িক আন্দোলন-কর্মসূচি অনেকটা ডিমপাড়া হাঁসের হাঁক-ডাকের মতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপি একবার আন্দোলন করার পর বলে যে শীতের পর আন্দোলন হবে, বর্ষার পর আন্দোলন হবে, বার্ষিক পরীক্ষার পর আন্দোলন হবে; আসলে হাঁস ডিম পাড়ার আগে যেমন হাঁকডাক করে, আন্দোলন নিয়ে বিএনপিও তেমনই হাঁকডাক করছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন তিনি।
বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সারা বিশ্বে বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে, সে হারে আমাদের দেশে বাড়ানো হয়নি।
এর আগে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে স্বাগত জানান।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন তিনি।
আইকে