এবার মঞ্চে নেতাদের ভিড় দেখে ক্ষেপলেন কাদের

নেতাকর্মীদের ভিড়ের কারণে ছাত্রলীগের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ার পর এবার রাজধানীতে আওয়ামী লীগের এক আলোচনা সভায় মঞ্চে নেতাকর্মীদের ভিড় দেখে ক্ষেপে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়েতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ওই সভায় মঞ্চে অতিরিক্ত নেতাদের ওঠা দেখে এমন প্রতিক্রিয়া দেখান সেতুমন্ত্রী।
এ সময় দু-একজন ছাড়া অন্যদের মঞ্চ থেকে নামিয়ে দেন তিনি।
গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় তার পেছনে নেতাকর্মীরা ভিড় করেন। এতে রাগান্বিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সবাইকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন তিনি।
ওবায়দুল কাদের বক্তব্য বন্ধ করে মঞ্চের কয়েকজন নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘হু আর ইউ? ডিকটেটিং মি। গেট আউট... তোমরা এখানে দাঁড়িয়ে আছ কেন? সব যাও, তোমরাও যাও। প্রেসিডেন্ট, সেক্রেটারি ছাড়া সব সরে যাও। কারও চেহারা দেখাতে হবে না। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফের বক্তব্য শুরু করেন।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। এ সময় পড়ে যান কাদেরসহ মঞ্চে থাকা নেতারা।
আইকে