ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলে উদ্ধার


১০ নভেম্বর ২০২৫ ২৩:০০

সংগৃহীত

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৪ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

 

সোমবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নৌবাহিনী।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার নৌবাহিনী ‘বানৌজা অপরাজেয়’ জাহাজে নিয়মিত টহল কাজে থাকাকালীন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকা 'মদিনা-৬' নামক একটি মাছ ধরার ট্রলারসহ ২৪ জন জেলেকে উদ্ধার করে।

 

ট্রলারে থাকা জেলেরা জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় ছিল তারা এবং যোগাযোগ যন্ত্রপাতি না থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেয়।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ২৯ অক্টোবর মাছ ধরার উদ্দেশে কুতুবদিয়া থেকে সমুদ্রে যায় এবং যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে।

 

ট্রলারসহ উদ্ধার হওয়া ২৪ জন জেলেকে ‘কোস্টগার্ড পশ্চিম জোন’-এর কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী। ট্রলারে থাকা ২৪ জন জেলেই বর্তমানে সুস্থ আছে।