ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮


১০ নভেম্বর ২০২৫ ২২:৩২

সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লার কাছে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছে। 

 

সোমবার (১০ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যম 'দ্য হিন্দুর' এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য। 

 

এতে উল্লেখ করা হয়, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কয়েক মিটার দূরে পার্ক করা গাড়ির জানালা ভেঙে যায় এবং সেগুলোতে আগুন ধরে যায়। সেইসাথে, জনাকীর্ণ এলাকার কাছাকাছি ভবনগুলিতেও শব্দ শোনা যায়। এক ভিডিওতে দেখা যায়, জ্বলন্ত গাড়ি থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে।

 

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে সাতটি দমকল বাহিনী পাঠানো হয়েছে এবং পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সেইসাথে, জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। তবে লালকেল্লা বিস্ফোরণটি বোমা বিস্ফোরণ কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার জন্য উত্তরপ্রদেশেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

 

অপরদিকে, দিল্লি পুলিশ জানিয়েছে- এখন পর্যন্ত কমপক্ষে আটজন নিহত হয়েছে। সেইসাথে, আহত হয়েছে আরও অনেকে।