ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


বিএনপির জনসভা চলছে


১ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩৪

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জনসভার শুরু হয়েছে। জনসভার উদ্দেশ্যে দলটির নেতা কর্মী সেখানে উপস্থিত হয়েছেন।

শনিবার (১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় এই জনসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পরপরই নেতাকর্মীরা আসতে শুরু করেন।

জনসভায় সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এরং প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আরো উপস্থিত আছেন, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড.আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ডা:এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, তৈয়মুর আলম খন্দকার, ফরহাদ হালীম ডোনার, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খানসহ সংগঠনটির অঙ্গসহযোগি সংগঠন এবং সমমনা সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতারা প্রমুখ ।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার কারাগারে থাকায় দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকতে পারছে না।