ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


বিএনপির জনসভায় বিপুল নেতাকর্মীর উপস্থিতি (ভিডিও)


১ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০৭

বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মাত্র তোলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার আয়োজন করা হয়েছে। জনসভাকে সফল করতে দলটির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে।

শনিবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় এই জনসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পরপরই নেতাকর্মীরা আসতে শুরু করেন।

জনসভায় অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীরা খন্ড খন্ড ভাবে মিছিল নিয়ে জড়ো হতে শুরু করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় সামনে । এসময় নেতাকর্মীরা নানা স্লোগান দেন।

আজকের এই জনসভায় সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার কারাগারে থাকায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত থাকতে পারছে না।

এছাড়া, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছেন। পথচারীদের নাইটিংগেল মোড় থেকে তল্লাশি করে যাতায়াত করতে দেওয়া হচ্ছে।

জনসভায় অংশ নিয়েছেন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। এছাড়া ২০ দলীয় জোটের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদেরও সংহতি প্রকাশ করেছে।

এই রিপোর্টি লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায় নি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আইএমটি