ঢাকা বৃহঃস্পতিবার, ২০শে নভেম্বর ২০২৫, ৭ই অগ্রহায়ণ ১৪৩২


গণহত্যায় দণ্ডিত কেউ ফেরেনি, শেখ হাসিনার পথও তবে রুদ্ধ?


২০ নভেম্বর ২০২৫ ১৪:৫৬

সংগৃহীত

কোনও শাসক গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর ক্ষমতার মসনদে ফেরার ইতিহাস এখন পর্যন্ত নেই। ইতিহাসে আজ অবদি অন্তত ৪৮জন রাষ্ট্র ও সরকারপ্রধান মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। যাদের বিরুদ্ধে ছিল স্বৈরাচারী শাসন, গণহত্যা, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগ।

 

তবে দণ্ডপ্রাপ্ত সবার রায় কার্যকর হয়নি। বিভিন্ন পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ৩৫ জনের। বাকিদের মধ্যে কেউ রায় ঘোষণার আগে দেশ থেকে পালিয়েছেন। কারও ক্ষেত্রে আবার আপিলে শাস্তি কমেছে।

 

যেহেতু, সবে মৃত্যুদণ্ডের রায় হয়েছে আওয়ামী সভাপতির, তাই দলের সমর্থকরাও হয়তো আশা করছেন, তাদের নেতা ফিরবেন। ফিরে বিরোধীদের 'শায়েস্তা' করবেন কড়াভাবে। 

 

এই সমর্থকদের বেশিরভাগই হয়তো ইতিহাস ঠিকঠাক পাঠ করেনি। তাই বোধহয় তারা বিশ্বাস করছেন যে শেখ হাসিনা যেকোনো সময় ‘টুপ’ করে ঢুকে পড়বেন।

 

 

দেশের রাজনীতিতে স্বৈরশাসক এরশাদ টিকে ছিলেন, শেখ হাসিনার কী হবে?

 

বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ ও শেখ হাসিনা। পতনের পর এরশাদ ও তার দল জাতীয় পার্টিকে দেশের রাজনীতিতে টিকে থাকতে দেখা গেছে। ক্ষমতার অংশীদারও হয় দলটি। তবে বিভিন্ন ভূমিকার কারণে বিতর্ক পিছু ছাড়েনি।