ঢাকা বৃহঃস্পতিবার, ২০শে নভেম্বর ২০২৫, ৭ই অগ্রহায়ণ ১৪৩২


ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটরদের হুমকির ঘটনায় শনাক্ত ৪, গ্রেফতার ১


২০ নভেম্বর ২০২৫ ১৪:৫৫

সংগৃহীত

শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনালের তিন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় ৪ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা এই তথ্য জানান।

 

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসিকিউটর ও বিচারপতিদের ছবি ছড়িয়ে দিয়ে হুমকির সঙ্গে জড়িত বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তিকেও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগের দিন থেকেই ট্রাইব্যুনালের তিন বিচারক, চিফ প্রসিকিউটরসহ অন্য প্রসিকিউটরদের কাছে একের পর এক হুমকি আসতে থাকে। এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছিলেন, ভারতীয় মোবাইল নাম্বার ব্যবহার করে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়। 

 

এদিকে, আজ আশুলিয়ার মামলার রাজসাক্ষীকে আবজালুলের জেরাকে কেন্দ্র করে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১ ঘণ্টা বিচারকাজ বন্ধ ছিল।